1. [email protected] : Bayezid :
  2. [email protected] : Md Khalilur Rahman : Md Khalilur Rahman
  3. [email protected] : kcg School : kcg School
  4. [email protected] : ICT : ICT

চিন্তাশীল মানুষ মাত্রই সৃষ্টিশীল হয়

“গতকাল পর্যন্ত যে কাজটা আপনি পারবেন না বলে মনে হয়েছিল, সে কাজটা যদি আজ শুরু করে দেন তবে আগামীকাল হয়তো কাজটি আপনি পেরেও যেতে পারেন। আমরা অনেক কিছুই করতে পারি না আমাদের অযোগ্যতার কারণে নয়; শুধু কাজটা ‘আমার দ্বারা হবে না ‘ ভেবে শুরুই করতে পারি না বলে। জন্মের পর তো আপনি হাঁটতেও পারতেন না; অথচ আজ আপনি দৌঁড়াতে পারেন। আপনার অসাধ্য সেটাই, যেটাকে আপনি নিজে অসাধ্য করে রেখেছেন এবং যেটা পারবেন না এমন এক ভিত্তিহীন বিশ্বাসে শুরু করেননি। কোনো কাজ শুরু করে যদি আপনি সাকসেস হতে নাও পারেন, তাতেও কী কোনো সমস্যা আছে ? ব্যর্থতার জন্য কখনো মৃত্যুদণ্ড দেয়া হয় না; তবে চেষ্টা না করার কারণে আপনার একটা সুযোগ মিস হয়ে যেতে পারে। সফল হওয়ার মুলমন্ত্র একটাই – আগে শুন্য থেকে উঠে সবার মত হব; এরপর সবাইকে ছাড়িয়ে যাব..!!”😃

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ ইংলিশ প্যারাডাইস                                                                                                                                   কারিগরি সহায়তায়: Amar School by Amar Uddog Limited