1. aminul2050@gmail.com : Bayezid :
  2. mkrahman050@gmail.com : Md Khalilur Rahman : Md Khalilur Rahman
  3. shimulvisa@gmail.com : kcg School : kcg School
  4. pgwc_bd85@yahoo.com : ICT : ICT

সাংবাদিকতায় অনলাইন প্রশিক্ষণের যাত্রা শুরু

পিআইবি এবং এটুআই প্রোগ্রামের যৌথ উদ্যোগে সংবাদকর্মী, সাংবাদিকতার শিক্ষার্থী ও সাংবাদিকতায় আগ্রহী তরুণদের জন্য ‘অনলাইন সার্টিফিকেট কোর্স অন জার্নালিজম’ শীর্ষক সাংবাদিকতা বিষয়ক চার মাস মেয়াদি চারটি অনলাইন সার্টিফিকেট কোর্স ‘মুক্তপাঠ’-এ চালু করা হয়েছে। সাংবাদিকতায় বেসিক কোর্স, টেলিভিশন সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা ও উন্নয়ন সাংবাদিকতা শীর্ষক এই চারটি কোর্স সাংবাদিকসহ আগ্রহী শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মাধ্যমে কোর্সে অংশ নিতে পারবেন। কোর্স শেষে শিক্ষার্থীদেরকে সনদপত্রও প্রদান করা হবে।
কোর্সে রেজিস্ট্রশন করুন : http://pib.muktopaath.gov.bd/

উল্লেখ্য, ২৯ আগস্ট ২০১৭ মঙ্গলবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট(পিআইবি) এবং একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের যৌথ উদ্যোগে মুক্তপাঠের মাধ্যমে ‘অনলাইন সার্টিফিকেট কোর্স অন জার্নালিজম’ শীর্ষক সাংবাদিকতা বিষয়ক কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেছেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরও বলেন, অনলাইনে সাংবাদিকতা শিক্ষার এ সুযোগ দেশের সাংবাদিকতা শিল্পের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সংবাদকর্মীরা নিজেদেরকে আরও যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে পারবেন।

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ ইংলিশ প্যারাডাইস                                                                                                                                   কারিগরি সহায়তায়: Amar School by Amar Uddog Limited