1. [email protected] : Bayezid :
  2. [email protected] : Md Khalilur Rahman : Md Khalilur Rahman
  3. [email protected] : kcg School : kcg School
  4. [email protected] : ICT : ICT

সম্মানিত প্রতিষ্ঠাতা মহোদয়ের বাণী

শিক্ষা মনুষ্যত্ব বিকাশের পূর্বশর্ত। জ্ঞান শক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য। শিক্ষাই সব শক্তির মূল। সেই শিক্ষাব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে অর্থবহ টেকসই হওয়ার সুযোগ না হলে জাতীয় পর্যায়ে মেধা সংগ্রহ ও কার্যকরী ভূমিকা পালনকারী দক্ষ মানবসম্পদ গঠন সম্ভব নয়। সু-শিক্ষার অনুপম প্রয়াসে সাতক্ষীরা জেলাধীন সদর উপজেলার আওতাধীন সাতক্ষীরা সরকারি কলেজ রোডে, (করিম মেসের সামনের গলি) অবস্থিত English Paradise ছায়া শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা প্রসারের সূতিকাগৃহ প্রতিষ্ঠিত হয়েছে।

এই প্রতিষ্ঠানে সর্বাধুনিক পাঠপ্রক্রিয়া অনুসরণ করে নিজস্ব পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণমূলক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আধুনিক সময়োপযোগী শিক্ষাও এখানে দেওয়া হচ্ছে। যার ফলশ্রুতিতে মেধার রেকর্ডে সাতক্ষীরা জেলার মধ্যে বিশেষ মর্যদায় এই ছায়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম অর্ন্তভুক্ত হয়েছে-মা-শা—-আল্লা-হ্।

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণে প্রতিষ্ঠানের বিজ্ঞ ও সুদক্ষ শিক্ষকমন্ডলীর ঐকান্তিক প্রচেষ্টায় ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের পারিবারিক মূল্যবোধ এবং বন্ধন সুদৃঢ় করার ব্যাপারে এই প্রতিষ্ঠান সবসময় সচেষ্ট । ছাত্র-ছাত্রীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন, দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টাই হবে আমাদের ব্রত।
এই ব্যাপারে আপনাদের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

শুভেচ্ছান্তে
মল্লিক হাবিবুর রহমান
প্রতিষ্ঠাতা
English Paradise

সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৩ ইংলিশ প্যারাডাইস                                                                                                                                   কারিগরি সহায়তায়: Amar School by Amar Uddog Limited